মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন
মো: নূরুল আমিনঃ
আওয়ামীলীগের দূর্ঘ হিসাবে পরিচিত কলাপাড়া উপজেলা আ,লীগের সম্মেলনের শুরুতেই কর্মীদের ব্যাপক তোপের মুখে পড়েন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আ,লীগের বর্তমান সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান তালুকদার। পুলিশ প্রহরায় মঞ্চে আসলেও শেষ রক্ষা করতে পারেননি দূর্নীতির দায়ে অভিযুক্ত এই প্রবীন নেতা। টানা তিনটার্ম এমপি থাকাকালীন সাধারণ নেতাকর্মীদের সাথে দূব্যবহার ও অনিয়ম দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে প্রথমে তাকে মঞ্চে উঠতে বাঁধা দেয়া হয়। কর্মীদের বাঁধা উপেক্ষা করে জেলা আ,লীগের নেতৃবৃন্দ তাকে মঞ্চে বসালে নেতা কর্মীরা বিক্ষোভ করে। এ সময় শত শত নেতা কর্মী র্দূনীতি বিরোধী শ্লোগান দিতে থাকলে সম্মেলনের কার্যক্রম অচল হয়ে যায় । প্রায় একঘন্টা ধরে চেষ্টা চালানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসলে সম্মেলন শুরু হয়। তবে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীর সম্মেলনের পূর্ব নির্ধারিত সভাপতি সুলতান মাহমুদের পরিবর্তে সম্মেলনের সভাপতি হিসাবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. মাহবুবুর রহমান তালুকদারের নাম ঘোষনা করলে নেতাকর্মীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এভাবে টান টান উত্তেজনার মধ্য দিয়া বুধবার কলাপাড়া উপজেলা আ,লীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। এতে পটুয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব সভাপতি এবং উপজেলা আ,লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আ,লীগ কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মো: আফজাল হোসেন সম্মেলনের উদ্বোধন করেন। এতে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়া এমপি, প্রধান অতিথী এবং পটুয়াখালী জেলা আ,লীগের সহ সভাপতি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি শেষ অতিথী ছিলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আ,লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর। কলাপাড়া উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান সম্মেলনের সঞ্চচালনা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply