মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। যমুনা গ্রুপের চেয়ারম্যান যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা স্বপ্নসারথী বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমতলীতে মঙ্গলবার স্বরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আমতলী যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জানাগেছে, যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত বছর ১৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে স্বরণ সভা হয়।
সভায় যুগান্তর স্বজন সমাবেশ আমতলী উপজেলা শাখার সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক পরিতোষ কর্মকার সভাপতিত্ব করেন।
দৈনিক যুগান্তর আমতলী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, এসএসডিপি নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, বাসস বরগুনা জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, সাবেক সাধারণ সম্পদক এসএম নাশির মাহমুদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, ইকবাল আহম্মেদ, কেএম সোহেল, মোঃ কাওসার মাদবর, মোঃ মিজানুর রহমান ও মহসিন মাদবর প্রমুখ।
স্বরণ সভা শেষে নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আব্দুল্লাহ আল মোমেন নিজাম।
এসময় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এর কর্মময় জীবন নিয়ে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনা করেন বক্তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply