শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার চুনাখালী গ্রামের বখাটে সজিব মাতুব্বরকে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার আট হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এ আদেশ দেন।
জানাগেছে, উপজেলার মহিষকাটা টেকনিক্যাল স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রীকে বখাটে সজিব মাতুব্বর দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। এ ঘটনায় ওই ছাত্রী আমতলী ইউএনও মনিরা পারভীনের কাছে সজিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় পুলিশ বখাটে সজিবকে গ্রেফতার করে আমতলী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক কমলেশ মজুমদার ওই দিন রাত সাড়ে নয়টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে বখাটে সজিবকে বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক আট হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় সজিবকে আট হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply