বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা পূজা উৎসব পালন নিশ্চিত করতে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান এমপি।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। একই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর ও নির্দিষ্ট তবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনে এমপি মোঃ মহিববুর রহমান এমপি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই বাঙালি। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সম্প্রীতি বন্ধন অক্ষুন্ন রাখতে হবে।
বিভিন্ন পূজা মন্ডক পরিদর্শনকালে কলাপাড়া উপজেলার মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, নির্মল নন্দী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, প্যানেল মেয়র হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মো. জসীন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক কালাম সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, এমপি’র পিএস তরিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, বিথী, মহিলা নেত্রী সালমা কবির, শুভ্রা চক্রবর্তী কল্যাণী, উপজেলা রাকিবুল ইসলাম রকি, যুবলীগ নেতা জনি সরদার, সাবেক ছাত্র নেতা হাসিব গাজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, সহ সভাপতি মহিবুল্লাহ, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা প্রমূখ ও বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্বপ্রাপ্ত হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply