বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মিলনায়তন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। ফিড দি ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাকটিভিটি ঢাকা আহসানিয়া মিশন এর সহযোগিতায় এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার। অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, এ্যাডভোকেট নাসির মাহমুদ বক্তব্য রাখেন। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন আহসানিয়া মিশনের প্রকল্প কর্মকর্তা শরিফুল ইসলাম। বক্তারা পুষ্টির অভাব পুরনে যেসব খাবার খেতে হবে তা অলোচনা করেন। বিশেষ করে প্রসূতিদের এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply