বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার পায়রা পোর্ট এর মালটিপারপাস প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে “গাড়ী চালক (হালকা ও ভারী)” বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয়া ৫০ প্রশিক্ষণার্থীকে কোর্স সমাপনি ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান প্রিন্স।
৫ম ব্যাচ ও ৬ষ্ঠ ব্যাচের পৃথক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব ড.মোঃ আজাদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী) ও ডরপ এর প্রকল্প কর্মীবৃন্দ।
২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার চারশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে। গাড়ী চালক প্রশিক্ষণের মাধ্যমে সবাই কাজের সাথে যুক্ত হয়ে আয় করতে শুরু করেছেন, তারা প্রধানত গাড়ী চালানো, গাড়ী সারানো ও গাড়ী ভাড়া দেওয়া সহ বিভিন্ন আয়বর্ধনমূলক কাজে নিয়োজিত করতে সক্ষম হয়েছেন। এই ভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরো বেশী আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবে বলে আশা করছেন ডরপ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব ড. মোঃ আজাদুর রহমান বলেন, এটি একটি সম্ভবনাময় প্রশিক্ষণ। বর্তমানে এর অনেক চাহিদা আছে। এই প্রশিক্ষণের দক্ষতা কজে লাগিয়ে ভালো জায়গায় চাকুরী নিতে পারিবেন তারা। একইসাথে নিজেরাও গাড়ী ক্রয় করে চালাতে পারবেন। এটি একটি সম্মানিত পেশা। আমি নিজেই একজন ড্রাইভার, ড্রাইভার না থাকলে আমি নিজেই গাড়ি ড্রাইভ করি, আমার ভালো লাগে। সকল কে কাজে নিয়োজিত থাকার অনুরোধ করেন এবং আপনারা নিশ্চয়ই সফল হবেন। এতো ভালো মানের প্রশিক্ষণ আয়োজনের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ ও ডরপ কে ধন্যবাদ জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply