নলছিটিতে মাদক সেবনে বাঁধা দেয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম | আপন নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে ভয়ংকর ‘টর্পেডো’ খালে ভেসে আসায় জনমনে আতঙ্ক এক পায়ে লাঠি ভর করে প্রথম ভোট দিতে পেরে খুশি শারীরিক প্রতিবন্ধী আখিনুর
নলছিটিতে মাদক সেবনে বাঁধা দেয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

নলছিটিতে মাদক সেবনে বাঁধা দেয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশাল অফিসঃ নলছিটিতে মাদক সেবনে বাঁধা দেয়ায় আব্দুল আজিজ খান নামে একজন কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে ৮টার দিকে উপজেলার উত্তর জুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আজিজ খান উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।




এ ঘটনায় নলছিটি থানায় ৭ জনকে আসামি করে রোববার সকালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নলছিটির ভরতকাঠি গ্রামের আবুল কালাম হাওলকদারের ছেলে মো. বাবু, উত্তর জুরকাঠি গ্রামের সোহাগ মাঝির ছেলে সোহানুর রহমান, কবির হাওলাদারের ছেলে সায়মুন, আলমগীর মৃধার ছেলে মো. রাকিব, জাকির হাওলাদারের ছেলে রায়হান, মুছা হাওলাদারের ছেলে মো. ইব্রাহিম, (বিলের বাড়ির), জাকির হাওলাদারের ছেলে মো. ইমন কৃষকলীগ নেতা আজিজ খানের বাড়ির সামনে কালভার্টে বসে প্রায়ই মাদক সেবন করতো। আজিজ খান পূর্বে একাধিকবার কিশোর মাদকসেবীদের মাদক সেবন করতে বাঁধা প্রদান করেন। সর্বশেষ গত শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কিশোর মাদকসেবীরা দলবেঁধে মাদক সেবন করলে আজিজ খান তাদের বাঁধা প্রদান করেন।

এরই জের ধরে ওইদিন রাত ৮টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের দলবল নিয়ে আজিজ খানের ওপরে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় আজিজ খানের ছেলে গিয়াস উদ্দিন খান ছুটে আসলে তাকেও মারধর করে এবং তার সঙ্গে থাকা ব্রয়লার মুরগীর খাবারের জন্য ৫০ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা সটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত আজিজ খান ও গিয়াস উদ্দিনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গিয়াস উদ্দিন খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। তবে গুরুতর আহত আজিজ খানকে ভর্তি করা হয়।

এ ঘটনায় আজিজ খানের বড় ছেলে খান মাইন উদ্দিন রোববার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহতর পরিবার জানান, বেশ কিছুদিন ধরে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। হামলার ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!