কলাপাড়ায় ভিটে বাড়ি থেকে স্ব-পরিবারে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন | আপন নিউজ

বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার
কলাপাড়ায় ভিটে বাড়ি থেকে স্ব-পরিবারে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ভিটে বাড়ি থেকে স্ব-পরিবারে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

নুরুল আমিনঃ কলাপাড়ায় ব্যবসায়ী ইমান হোসেন খোকন মৃধা’র বিরুদ্ধে স্বামীর ভিটে বাড়ি থেকে স্ব-পরিবারে উচ্ছেদের চক্রান্তের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পৌর শহরের নাচনাপাড়া এলাকার মৃত রুস্তুমআলী চৌকিদারের স্ত্রী বিধুবা তহমিনা বেগম। শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বিধুবা তহমিনা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, তাঁর জামাতা এস এম আলআমিন মাষ্টার।

এ সংবাদ সম্মেলনে তহমিনা বেগম বলেন, নাচনাপাড়ার বাসিন্দা ইমান হোসেন খোকন মৃধা, তাঁর পুত্র মাসুদ মৃধা, আবদুল আজিজ খাঁ’র পুত্র আশ্রাফ আলী খাঁ এলাকার প্রভাবশালী, ভূমিদস্যু ও বেপরোয়া প্রকৃুতির লোক। তারা স্থানীয় শালিশ বিচার ও আইনকানুন মানেনা। পেশী শক্তি ও টাকার জোড়ে তাঁর গরীব স্বামীর রেখে যাওয়া ভিটে মাটি থেকে তাদেরকে স্ব-পরিবারে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, বসত ঘরের দুই পাশেই ইমাম হোসেন খোকন মৃধা’র জমি। তাই চলাফেরাসহ নানা ভাবে তিনি এবং তার পরিবারের সদস্যদের বাধা বিগ্নের সৃষ্টি করে তাদেরকে অবরুদ্ধ রেখে রাখার চেষ্টা করে আসছে এবং সবসময় অহেতুক ও অকারণে অশ্লীল ভাষায় গালিগালাছ করে মারধর ও প্রাননাশের হুমকী দিয়ে আসছে। এবং যাতে তারা স্বেচ্ছায় তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়, সে জন্য নানা রকম নির্যাতন নিপিড়ন চালাচ্ছেন যা অত্যন্ত অন্যায়, অমানবিক ও দু:খজনক। তিনি বলেন, তার পরিবার পরিজন নিয়ে মাথাগোঁজার মত বিকল্প কোন জায়গা না থাকার কারণে ইমাম হোসেন গংদের সকল অন্যায় অত্যাচার নীরবে সহ্য করা সত্বেও উল্লেখিত ইমাম হোসেন মিথ্যা মামলা দিয়ে তাকে এবং তার ছেলে-মেয়েদের হয়রানী করে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, তার স্বামী টিয়াখালী ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তারা এখন অসহায়। ছেলে সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে মানবতর জীবন যাপন করছেন। মামলা মোকাবেলা করার মত তাদের কোন টাকা পয়সা নাই। এমতাবস্থায় আইন, প্রশাসন ও সমাজের বিকেমান মানুষদের তাদের পাশে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন।




সময় অন্যান্যদের মধ্যে তহমিনা বেগম এর পুত্র মিলন, কন্যা রানী বেগম, পুত্র বধু শিল্পী বেগম ও রেখা বেগম এবং প্রতিবেশী আনোয়ার ঘরামী, খবির হোসেন, দুলাল ঘরামী ও কালাম বয়াতি উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!