বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ধানক্ষেতে ইদুর মারার পাতা ফাঁদ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষক আজিমউদ্দিন মুসল্লী ( ৮০) মারা গেছেন। উপজেলার চাকামইয়া ইউনিয়নের দক্ষিন শান্তিপুর গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
নিহতের আত্মীয় আলআমিন মুসুল্লী জানান, ইসলামপুর গ্রামের এক ব্যক্তি তার বাড়ি থেকে প্রায় ৪০০ গজ তার দিয়ে ধানক্ষেতের ইদুর মারার জন্য বিদ্যুত সংযোগ করে ফাঁদ পাতে। নিহত কৃষক নৌকা নিয়ে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে ওই তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, ময়নাতদরন্তর জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply