মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ভোটের প্রচারনায় চাকামইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের “আপেল” মার্কার মেম্বর প্রার্থী মোঃ আবুল বশির হাওলাদার ১৭ডিসেম্বর শুক্রবার বিকেলে ৮নং ওয়ার্ডের নেওয়াপাড়া গ্রামে গণসংযোগ করে ২৬ডিসেম্বর নির্বাচনে আপেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এ সময় আপেল মার্কার সমর্থক মোঃ ইব্রাহীম হাওলাদার, শাহাজাদা মের্দা, আল আমীন হাওলাদার, আঃ রহমান হাওলাদার, মাওলানা মজিবর রহমান, নুরুল ইসলাম হাওলাদার, আবুল কাশেম হাওলাদার, সুলতান খান, আবুবক্কর হাং, ছালাম হাং, খালেক হাং, হোসেন আহম্মদ মুন্সী উপস্হিত থেকে আপেল মার্কার পক্ষে ভোট চান।
মেম্বর প্রার্থী আবুল বশির হাওলাদার ৮ওয়ার্ডের সকল ভোটারদের অভিনন্দন জানিয়ে দোয়া সমর্থন ভালো বাসার মুল্যবান ভোট আপেল মার্কা ব্যালটে সিল মারার অনুরোধ করেছেন।
অবাধ ও শান্তিপুর্ন নির্বাচন অনুস্ঠিত হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ০৮নং ওয়ার্ডের আপেল মার্কার মেম্বর প্রার্থী মোঃ আবুল বশির হাওলাদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply