টিয়াখালীর ৬/৭/৮নং ওয়ার্ডের “তালগাছ” মার্কার উঠান বৈঠক | আপন নিউজ

শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন; রাহাত সভাপতি কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০২ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে সুবন্ধির বাঁধ লক্ষাধিক মানুষের মরণ ফাঁদ; কাটার দাবীতে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী; ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট; এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে পি’টি’য়ে জ’খ’ম আমতলীতে এক বছরের শিশু পানিতে ডু’বে মৃ-ত্যু
টিয়াখালীর ৬/৭/৮নং ওয়ার্ডের “তালগাছ” মার্কার উঠান বৈঠক

টিয়াখালীর ৬/৭/৮নং ওয়ার্ডের “তালগাছ” মার্কার উঠান বৈঠক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ আর মাত্র ৬দিন বাকি। কলাপাড়ার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ডিসেম্বর রবিবার।

হাইভোল্টেজ টিয়াখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৬/৭/ ও ৮নং ওয়ার্ডের তালগাছ মার্কার মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগমের উঠান বৈঠকে মহিলা ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক।

২০ডিসেম্বর সোমবার সন্ধার পর টিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরাজী কান্দায় জালাল ফরাজীর সভাপতিত্বে তালগাছ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠক শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন মোঃ কাশেম। আগামী ২৬ডিসেম্বর রবিবার সারাদিন তালগাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগম।

তিনটি ওয়ার্ডের সম্মানীত ভোটার দের কাছে ইতোমধ্যে স্থান করে নিয়েছেন মানব দরদী মোসাঃ হালিমা বেগম। করোনা মহামারী দুর্যোগের সময়ে হালিমা বেগম ছিলেন জনগনের মাঝে সাধ্যমত চেস্টা করেছেন খাদ্য সহায়তা দিয়ে। সবসময় জনগনের সেবক হিসেবে জনগনের পাশে ছিলেন তালগাছ মার্কার মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগম।

উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, রিপন ফরাজী, মিজানুর রহমান মোল্লা, আলম খান, জাকির হোসেন মুন্সী, আঃ রহিম হাওলাদার, বাবুল মিয়া, তালগাছ মার্কার প্রার্থীর ভাই নিজাম হাওলাদার, আকাব্বর হাওলাদার, নুর সাইদ মোল্লা, মানিক শরিফ, আবুল কাশেম প্রমুখ।

বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিল উঠান বৈঠকে। মরহুম মফেজ হাওলাদারের কন্যা মোঃ ইউসুফ মৃধার সহধর্মিণী মোসাঃ হালিমা বেগম ৬/৭/ ও ৮নং ওয়ার্ডের সকল ভোটারদের দোয়া সমর্থন কামনা সহ ২৬ডিসেম্বর ইভিএমে টিপদিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

গরিব মানুষের অকৃত্রিম ভালোবাসার আস্থাভাজন মোসাঃ হালিমা বেগম তিনটি ওয়ার্ডের সম্মানীত ভোটার দের আন্তরিক মোবারক বাদ জানিয়ে তালগাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।

তিনটি ওয়ার্ড থেকে কর্মিসমর্থকরা মিছিল নিয়ে উঠান বৈঠকে অংশ নেয়। অবাধ শুস্ঠ শান্তিপুর্ন নির্বাচনের দাবী করে তালগাছ মার্কার মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগম গণমাধ্যম কর্মী দের সহ অনলাইন পোর্টাল আপন নিউজ বিডি ডট কম কে অভিনন্দন জানান। জনপ্রিয় ব্যক্তিত্ব, নিজাম হাওলাদারের ছোট বোন মোসাঃ হালিমা বেগম জযের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনটি ওয়ার্ডে তালগাছ মার্কার ব্যাপক জনপ্রিয়তা বিরাজ মান। স্বতস্ফুর্ত ভাবে দলমত নির্বিশেষে আমজনতা তালগাছের পক্ষে নেমেছে।

এরআগে বিকেলে ৮নং ওয়ার্ডের ২নং কলোনীতে মোঃ ইউসুফের সভাপতিত্বে তালগাছ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!