রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ আর মাত্র ৬দিন বাকি। কলাপাড়ার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ডিসেম্বর রবিবার।
হাইভোল্টেজ টিয়াখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৬/৭/ ও ৮নং ওয়ার্ডের তালগাছ মার্কার মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগমের উঠান বৈঠকে মহিলা ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক।
২০ডিসেম্বর সোমবার সন্ধার পর টিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরাজী কান্দায় জালাল ফরাজীর সভাপতিত্বে তালগাছ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠক শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন মোঃ কাশেম। আগামী ২৬ডিসেম্বর রবিবার সারাদিন তালগাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগম।
তিনটি ওয়ার্ডের সম্মানীত ভোটার দের কাছে ইতোমধ্যে স্থান করে নিয়েছেন মানব দরদী মোসাঃ হালিমা বেগম। করোনা মহামারী দুর্যোগের সময়ে হালিমা বেগম ছিলেন জনগনের মাঝে সাধ্যমত চেস্টা করেছেন খাদ্য সহায়তা দিয়ে। সবসময় জনগনের সেবক হিসেবে জনগনের পাশে ছিলেন তালগাছ মার্কার মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগম।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, রিপন ফরাজী, মিজানুর রহমান মোল্লা, আলম খান, জাকির হোসেন মুন্সী, আঃ রহিম হাওলাদার, বাবুল মিয়া, তালগাছ মার্কার প্রার্থীর ভাই নিজাম হাওলাদার, আকাব্বর হাওলাদার, নুর সাইদ মোল্লা, মানিক শরিফ, আবুল কাশেম প্রমুখ।
বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিল উঠান বৈঠকে। মরহুম মফেজ হাওলাদারের কন্যা মোঃ ইউসুফ মৃধার সহধর্মিণী মোসাঃ হালিমা বেগম ৬/৭/ ও ৮নং ওয়ার্ডের সকল ভোটারদের দোয়া সমর্থন কামনা সহ ২৬ডিসেম্বর ইভিএমে টিপদিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
গরিব মানুষের অকৃত্রিম ভালোবাসার আস্থাভাজন মোসাঃ হালিমা বেগম তিনটি ওয়ার্ডের সম্মানীত ভোটার দের আন্তরিক মোবারক বাদ জানিয়ে তালগাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।
তিনটি ওয়ার্ড থেকে কর্মিসমর্থকরা মিছিল নিয়ে উঠান বৈঠকে অংশ নেয়। অবাধ শুস্ঠ শান্তিপুর্ন নির্বাচনের দাবী করে তালগাছ মার্কার মহিলা মেম্বর প্রার্থী মোসাঃ হালিমা বেগম গণমাধ্যম কর্মী দের সহ অনলাইন পোর্টাল আপন নিউজ বিডি ডট কম কে অভিনন্দন জানান। জনপ্রিয় ব্যক্তিত্ব, নিজাম হাওলাদারের ছোট বোন মোসাঃ হালিমা বেগম জযের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনটি ওয়ার্ডে তালগাছ মার্কার ব্যাপক জনপ্রিয়তা বিরাজ মান। স্বতস্ফুর্ত ভাবে দলমত নির্বিশেষে আমজনতা তালগাছের পক্ষে নেমেছে।
এরআগে বিকেলে ৮নং ওয়ার্ডের ২নং কলোনীতে মোঃ ইউসুফের সভাপতিত্বে তালগাছ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply