শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন’কে গ্রেপ্তার করা হয়েছে।
এমন খবরে কলাপাড়া বিএনপি’র প্রতিবাদের ঝড় তোলেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবে ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দলের এক অনুষ্ঠানে যোগদান শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
মোশাররফ হোসেন’কে আটকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে এবিএম মোশাররফ হোসেনের গ্রেপ্তারের খবরে যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কলাপাড়া বিএনপি’ পক্ষে প্রতিবাদের ঝড় তোলেন নেতা-কর্মীরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply