বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহেন্দ্র মহিপুর থেকে কলাপাড়ায় এবং বিআরটিসি বাস ঢাকা মেট্রো-ব ১১-১২৪৪ কুয়াকাটা থেকে পাবনার উদ্দেশ্যে আসছিল।
মাহেন্দ্র বিআরটিসি বাসের পাশ কাটিয়ে উঠতে ছিল এমন সময় বিআরটিসি বাসের সাথে ধাক্কা লাগলে মহেন্দ্র থেকে শিশুটি ছিটকে চাকার তলে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক এসোকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচাদপাড়া গ্রামের উবাচু এর কন্যা।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক জানান, খবর পেয়ে কলাপাড়া থেকে বিআরটিসি বাসটি আটক করি, তবে বাসের হেল্পার ও ড্রাইভার পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Leave a Reply