বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

মো: নূরুল আমিনঃ কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও ডেইলী ইন্ডাষ্টি প্রত্রিকার কলাপাড়া প্রতিনিধি হাসান পারভেজের মৃতকে হত্যা কান্ড দাবী করা হয়েছে। গত সোমবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে মরহুমের স্মরণে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সদস্য সাংবাদিক এডভোকেট গোফরান পলাশ দাবী করেন, সাংবাদিক হাসান পারভেজ সড়ক দূর্ঘটনায় মারা যায়নি । তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, একটি দূর্ঘটনা ঘটানোর এক মাস পর থানায় জব্দ করা গাড়ী মুসলেকা দিয়ে ছাড়িয়ে নেয়ার মাত্র ৩ দিনের মাথায় ওই একই গাড়ী একই স্থানে কীভাবে পুনরায় দুর্ঘটনায় পতিত পারে? এটা বিশ্বাস যোগ্য নয়। সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু বলেন, মাত্র এক মাসের ব্যবধানে একটি গাড়ী একই উপজেলার একই ইউনিয়নে দুইবার দুইবার দূর্ঘটনা ঘটানো প্রমানকরে গাড়ীর মালিক নিশ্চয়ই লাইসেন্সধারী অভিজ্ঞ চালকের পরিবর্তে অদক্ষ অযোগ্য হেলপার দিয়ে গাড়ী চালাচ্ছেন। জনগণের জানমালের নিরাত্তার স্বার্থে যমুনা লাইন পরিবহনের কোন গাড়ী যাতে ভবিষ্যতে কলাপাড়ায় আর চলতে না পারে এজন্য গণআন্দোলন গড়ে তোলার আব্বান জানান। দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন, কলাপাড়া প্রেসক্লাব সধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, মরহমের পরিবারের পক্ষে মো: কামাল হোসেন, সাবেক সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ, নেছারউদ্দিন টিপু, সাংবাদিক অমল মুখার্জী, জীবন কুমার মন্ডল, মো: এনামূল হক, মো: হাফিজুর রহমান, কবিরুল ইসলাম মৃধা, অশোক মুখার্জী, গোফরান বিশ্বাস পলাশ, জসীম পারভেজ, চঞ্চল সাহা, রিপোর্টাস ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, সাংবাদিক ফোরামের সভাপতি মো: নুরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রফিকুল ইসলাম মিরাজ, রাসেল মোল্লা প্রমূখ। সভার শুরতে মরহুম হাসান পারভেজের রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের ছেলে তাসনিম হাসান নাফির হাতে শোক বার্তা
তুলে দেয়া হয়। সবশেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বড় সিকদার বাড়ি জামে মসজিদেও পেশ ইমাম মাওলানা মো: কাউসার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply