রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস বিরতি দিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে।
গত ২০২১ সালে শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে পোস্টার দেয়ালে সাঁটালে তৎকালীন অধ্যক্ষ সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলে, এ নিয়েও বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা লেখালেখি করে। বর্তমান অধ্যক্ষ আবদুস সালাম শিক্ষার্থীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে।
কলেজের পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, একাদশ শ্রেণির ক্লাস চলমান থাকলে দ্বাদশ শ্রেণির ক্লাস হয় না, নেই বিদ্যুৎ সুবিধা- এমনটি জানিয়েছে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের দ্বাদশ শ্রেণির একাধিক শিক্ষার্থী।
কলেজ শিক্ষার্থী দ্বীপ অভিযোগ করে বলেন, শ্রেণিকক্ষে লাইট, ফ্যান, বাথরুম নেই এবং পর্যাপ্ত বেঞ্চ নেই। এতে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। অধ্যক্ষকে অবহিত করলে শুধু আশ্বাস দিয়ে রাখে কিন্তু কোনো কাজ হয় না।
এ বিষয়ে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুস সালাম বলেন, আমি সকাল থেকে ক্যাম্পাসে ছিলাম শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে বলে আমার মনে হয় না। হয়তো ক্লাস রেখে কেউ রাস্তায় বসে ছবি তুলতে পরে এ বিষয়ে আমি অবগত নই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply