কলাপাড়ায় গোপনে ‘কাজী’ নিয়োগ চলছে; স্থগিতর দাবি | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক
কলাপাড়ায় গোপনে ‘কাজী’ নিয়োগ চলছে; স্থগিতর দাবি

কলাপাড়ায় গোপনে ‘কাজী’ নিয়োগ চলছে; স্থগিতর দাবি

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভায় গোপনে কাজী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার ১৩ মার্চ লেওয়ানা মোকদ্দমা নং ২০৬০/২০২১ নং মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিগত ইং ২২/০৯/২০২১ তারিখের ৭/২ এন ০৮ / ৭৫-১৪৯ নং স্মারকে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্যানেল আহবান পত্র ও ০৮/১২/২০২১ তারিখের ৪৭১ (৬) নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার জন্য কলাপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের মুহাব্বত উল্লাহ বাংলাদেশ নিবন্ধন মহা পরিদর্শন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

মুহাব্বত উল্লাহ অভিযোগে উল্লেখ করেন, কলাপাড়া পৌরসভায় বিগত ০৫/১০/২০১৫ ইঙ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী  কলাপাড়া পৌরসভার “খ” শ্রেনীর পৌরসভা থেকে “ক” শ্রেনীর পৌরসভায় উন্নীত করা হয়। যাহার স্মারক নং ৪৬,০০,০০০০,০.০৩১.০৬৩.১৩ /১৪৯/ ১ (৬) যাহার ফলে / পরিপ্রেক্ষিতে কলাপাড়া পৌরসভার নিকাহ রেজিস্ট্রার” এর অধিক্ষেত্রটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট এর ২৬ শাবন ১৪২৬ বঙ্গাব্দ ১০ আগষ্ট ২০০৯ খ্রীঃ এস.আর , ও নং ২০১ – আইন / ২০০৯- Muslim Marriage & Divorce ( Registration ) Act , 1974 Act No. LII ov 1974 এর Section 14 ক্ষমতা বলে ১৩ নং অনুচ্ছেদ অনুযায়ী “ক” শ্রেণীর পৌরসভায় ২টি ওয়ার্ডের সমন্বয় গঠিত অধিক্ষেত্রে অত্র পৌরসভায় মৃত্যু জনিত কারণে সৃষ্টি শূণ্য অধীক্ষেত্রে মোট ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের ৪ জন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান রয়েছে। সেক্ষত্রে তারা ৫ জন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সৃষ্টি করেছেন বিধি বহির্ভূত ভাবে। বিগত ০৮ /১২/২০২১ ইং তারিখ তৎকালীন সদস্য সচীর, নিকাহ রেজিস্ট্রার নিয়োগ, উপদেষ্টা কমিটি, সাব রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে গেজেট বর্হির্ভত ভাবে ৪টির অধীক ক্ষেত্রে ৫টি অধিক্ষেত্র সৃষ্টি করে নিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে যাহার অফিস স্মারক নং ৪৭১ (৬), তারিখ –০৮/১২ /২০২১ ইং। উক্ত বিষয়টি নিয়ে আমি দরখাস্তকারী মোকাম কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে বিগত ইং ১৩/১২/২০২১ তারিখ নিয়োগ প্রক্রিয়া ত্রুটি থাকায় উক্ত নিয়োগ এর বিরুদ্ধে ২০৬০/২০২১ নং একটি মোকদ্দমা দায়ের করি । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীগনের বিরুদ্ধে বিগত ০৯/০১/২০২২ তারিখ ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ প্রদান করেন। এতে স্থানীয় সাব রেজিষ্টার সাহেব কারণ দর্শানোর কোন আপত্তিপত্র দাখিল না করে নামে মাত্র একটি সময় প্রার্থনা করে তাহার নিয়োগ প্রক্রিয়ার সকল কাজ চলমান রাখেন এবং খুব শিঘ্রই নিয়োগ প্রদান করবেন মর্মে প্রার্থীগনের সাক্ষাৎকার গ্রহন করবেন বলে প্রচার করে আসছে। যেহেতু উক্ত নিয়োগের বিরুদ্ধে বর্নিত মোকদ্দমা দায়ের করা হয়েছে, উক্ত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলমান রাখা দেশের আইনী পরিপন্থী। তাই দেওয়ানী আদালতে চলমান ২০৬০/২১ নং মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পৌরসভার কাজী পদে নিয়োগ স্থগিত রাখার জন্য তিনি আবেদন করেন।

এ ব্যপারে মুহাব্বত উল্লাহ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, বিগত প্রায় ২৯ টি মাদ্রাসার সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলাম, কলাপাড়া পৌরসভায় কাজী নিয়োগ হবে, সেখানে আমাকে বাদ দিয়ে বিএনপি-জামায়তের লোকজন নেয়া হচ্ছে। এটি দুঃখজনক।

তিনি আরও বলেন, বুধবার ১৬ মার্চ কলাপাড়া পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড মোতালেব, ৩ ও ৪ নং ওয়ার্ড  সাবেক কাজীর ছেলে মাসুম, ৫ ও ৬ নং ওয়ার্ড  মাইনুউদ্দিন, ৭ ও ৮ ওয়ার্ড মাসুম বিল্লাহ রুমী ও ৯ নং ওয়ার্ড হাসান মুন্সিকে নেয়া হচ্ছে। তার জন্য আমি গত ১৩ মার্চ বাংলাদেশ নিবন্ধন মহা পরিদর্শন এর বরাবর ও আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, সিনিয়র সহকারী সচিব, বিচার শাখা-৭, সরকারি পরিবহন পুল বাংলাদেশ সবিচালয়, পটুয়াখালী জেলা প্রশাসক, পটুয়াখালী রেজিস্ট্রার,  কলাপাড়া উপজেলা চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলাপাড়া পৌরসভার মেয়র, কলাপাড়া সাব রেজিস্ট্রার অনুলিপি করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!