শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ সকশিসের পক্ষ থেকে সকল স্তরের সম্মানিত শিক্ষকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারি কলেজ শিক্ষক সমিতি’র (সকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ বলেন, মুসলমানদের জন্য পবিত্র ঈদুল ফিতর অফুরন্ত খুশির বার্তা। আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষকেও ঈদের আনন্দ স্পর্শ করে। মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার বিস্ময়কর ও অপরূপ আলোকপ্রভা ঈদের উৎসবে প্রকাশিত হয়, যা ইসলামের মহত্ত্ব ও সর্বজনীনতার প্রতীক। ঈদের শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে আনন্দ উপভোগ এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার সম্প্রসারণ। সমাজের গরীব অভাবী মানুষও যাতে এই মহানন্দে শামিল হতে পারে, সেজন্য ইসলাম নির্দেশনা দিয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে বিচ্যুত না হয়ে সামাজিকতা এবং মানবতাবোধকে সমুন্নত করাই ঈদের মূল তাৎপর্য।।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply