শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
পটুয়াখালী পলিটেনিক ইনস্টিটিউটের ২য় শিফটের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বর্ষের প্রায় সহা¯্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচী পালন করেন।
এসময় শিক্ষার্থীরা জানায়, পহেলা ফেব্রুয়ারী থেকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মূখে পরেছে। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন মীর মোহম্মদ মহিবুল্লাহ, জাওয়াদুল কবির প্রিতম, তৃনা বিশ্বাস, হারুন অর রশিদ, রিমি ইসলাম,
তবে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, ২য় শিফটে শিক্ষকদের সম্মানী বন্ধ করে দেয়ার জন্য তারা শিক্ষা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। তাদের এই সমস্যা সমাধান হলে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply