মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
রুমানা, ফেলো বি এন এন আর সি ও কৃষি রেডিও ৯৮.৮ এফ এম আমতলী।।
কোভিড-১৯ পৃথিবীর সকল মানুষের কাছে এক ভয়াবহ আতঙ্কের নাম ।যে রোগের ভয়ে অবরুদ্ধ হয়েছিলো গোটা পৃথিবী তবে অনেকদিন গবেষণার পর আবিষ্কৃত হয়েছে এ রোগের ভ্যকাসিন এবং বাংলাদেশে এ ভ্যাকসিন প্রদান শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারীতে। তবে এটি নিয়ে গ্রামের মানুষদের মধ্যে শুরু হয় বিভ্রান্তি। বিভিন্ন ধরনের কথা এটা নিয়ে প্রচলিত হয় অনেকে বলে টিকা নিলে মানুষ বন্ধ্যা হয় হার্ট আ্যাটাক হয় কিডনি পচে যায়। আমতলী এবং এর পাশবর্তী বিভিন্ন গ্রামের মানুষ এখনও ভয়ে টিকা নিতে চান না তারা বলেন এটা না দিলে তাদের কোনো সমস্যা ই হবেনা বরং নিলে তারা ক্ষতির সম্মুখীন হবেন।
তবে এ সম্পর্কে আমতলী উপজেলা।স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোনায়েম সাদ বলেন, এ গুজবগুলো ভুল কারন করোনা টিকা দেহের কোন ক্ষতি করেন বরং এটি দেহকে করোনা ভাইরাস এর বিরুদ্ধে কাজ করার জন্য সক্ষম করে তুলতে সহায়তা করে। তিনি সবাইকে করোনা টিকা গ্রহনের আহবান জানান।
করোনা গুজবকে পরিহার করে সবার উচিত করোনার টিকা গ্রহন করে নিজেকে সুরক্ষিত রাখা এবং অন্যকে সুরক্ষিত থাকতে সহায়তা করা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply