শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদন: ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে শুক্রবার রাতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম লালুয়া নিরিবিলি একাদশ। খেলায় নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ ৬-১ গোলে পরাজিত করে লালুয়া নিরিবিলি একাদশকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মোঃ জামাল আকন।
পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ফ্রিজ, ২৫ হাজার টাকার প্রাইজ মানি ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া রানার্সআপ দলকে ট্রফি সহ রঙিন টেলিভিশন ও ১৫০০০ টাকা প্রাইজ মানি দেয়া হয়।
এর আগে খেলার মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী। এ সময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আতশবাজিতে। অতিথিবৃন্দরা দু’দলের খেলোয়াড় বৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করে খেলার মাঠে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply