শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ এক কেজি গাঁজাসহ ফরহাদ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তাকে বান্দ্রা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক বিক্রেতা ফরহাদের বাড়ী নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মন্নান।
পুলিশ সুত্রে জানাগেছে, পরিবহন গাড়ীতে এক ব্যাক্তি গাঁজা নিয়ে কলাপাড়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার টহল পুলিশ অভিযান চালিয়ে বান্দ্রা থেকে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তার ব্যাগ তল্লাশী করে এক কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেপ্তার ফরহাদকে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply