শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে নাশির পাহলান (৪৫), সাদ্দাম পাহলান (২৬) ও সবুজ (২০) পাহলানকে রশিদ পাহলান ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাশির পাহলানের অভিযোগ মারধর করেই তারা খ্যাপ্ত হয়নি তারা আমাদের ধরে তাদের বাড়ীতে নিয়ে আটকে রেখেছে । স্বজনরা আহতদের উদ্ধার করে সোমবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের নজরুল পাহলানের সঙ্গে রশিদ পাহলানের ২৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার ওই জমিতে নজরুল পাহলানের ছোট ভাই সাদ্দাম পাহলান, নাশির পাহলান ও সবুজ পাহলান চাষাবাদ করতে যায়। এ সময় রশিদ পাহলান, মোস্তফা পাহলান, আবুল পাহলান ও মামুন পাহলান তাকে জমি চাষাবাদে বাঁধা দেয়। এক পর্যায় রশিদ পাহলানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় সাদ্দাম পাহলান, নাশির পাহলান ও সবুজ পাহলান গুরুতর আহত হয়। নাশির পাহলানের অভিযোগ হামলা করেই তারা খ্যান্ত হয়নি। তাদের ধরে ঘরের মধ্যে আটকে রেখেছে। সোমবার স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত নাশির পাহলান ও সাদ্দাম পাহলান বলেন, আমাদের জমিতে আমরা চাষাবাদ করতে গেলে রশিদ পাহলান সন্ত্রাসী এনে আমাদের উপর হামলা করেছে।
রশিদ পাহলান মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার জমি সাদ্দাম পাহলান চাষাবাদ করতে গেলে কথা কাটাকাটি হয়েছে।
তালতলী থানায় ওসি শহীদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply