পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২ ডিসেম্বর | আপন নিউজ

শনিবার, ০৩ Jun ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২ ডিসেম্বর

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২ ডিসেম্বর

পটুয়াখালী সংবাদদাতাঃ

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের অনুুুুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল (২ ডিসেম্বর)। পটুয়াখালী জেলা আওয়াামীলীগের সোমবারের সম্মেলনের ঘিরে নেতা-কর্মীদের মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা। সভাপতি ও সাধারন সম্পাদক এই দুটি পদ নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারন মানুষের মুখে নানা গুনজন। পদ দুটি ধরে রাখতে যেমন চলছে তদ্বির, তেমনি চলছে নতুনদের চেষ্টা। তবে দলের অধিকাংশ নেতা-কর্মীরা চাচ্ছেন নতুন নেতৃত্ব।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় স্থানীয় শহীদ আলাউদ্দিন উদ্যান শিশু পার্কে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
 সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক এমপি আব্দুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সদস্য গোলাম রাব্বানী চিনু। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সম্মেলনে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এসএম শাহজাদা এমপি, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জাতীয় সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। সঞ্চালনা করবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এ সম্মলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদের সভাপতি পদ ধরে রাখতে তৎপর রয়েছেন জেলা কমিটির বর্তমান সভাপতি মোঃ শাহজাহান মিয়া এমপি । এছাড়াও সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি’র কথা। সভাপতি পদে দায়িত্ব পেতে তদবির চালাচ্ছেন জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা যুব সমাজের আইকন সাবেক পৌরসভা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মো: সুলতান আহমেদ মৃধা ও জেলা পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট জহুরুল হক হলের দুই দুইবার ভিপি মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।
সাধারন সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর তিনি ভার মুক্ত হয়ে সাধারন সম্পাদকের দায়িত্ব¡ লাভে আশাবাদী। এ পদে আসিন হতে চান পটুয়াখালী সরকারী কলেজে দুইবার নির্বাচিত সাবেক ভিপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ত্যাগি নেতা ভিপি আঃ মন্নান ও বর্তমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
সভাপতি ও সাধারন সম্পাদক পদ পেতে দলের সর্বোচ্চ হাই কমান্ডের মর্জির উপর ভরসা করছেন পদ আশাবাদিরা বলে জানা যায়। তবে তৃণ মূল নেতা-কর্মী ও সচেতন মহলের ধারনা সংগঠনের স্বার্থে উক্ত দুটি পদের নতুন নেতৃত্ব দিতে পারেন হাই কমান্ড।
দলের নেতা কর্মীদের পাশাপাশি সাধারন মানুষ ২ ডিসেম্বর অপেক্ষা করছেন কে কে হবেন জেলা আওয়ামীলীগের অভিভাবক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!