বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার আলোচিত সেই অধ্যক্ষ কালিম উল্লাহকে এবার শোকজ করেছেন বিজ্ঞ আদালত। একই সাথে তাকে বিজ্ঞ আদালতে স্বশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার মহিপুর থানার পুরান মহিপুর গ্রামের আনোয়ার জোমাদ্দার বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট ফোজদারী অপরাধের অভিযোগে একই গ্রামের দেলোয়ার মোল্লা গংদের বিরুদ্ধে ১৮মার্চ ২০১৯ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম উল্লাহকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করে ২৮ জুলাই ২০১৯ বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু অধ্যক্ষ কালিম উল্লাহ দীর্ঘদিনেও আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সোমবার তাকে শোকজ করেন। একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২০ তাকে তদন্ত প্রতিবেদন সহ স্বশরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে আদেশ প্রদান করেন।
এরআগে গত ২৭ আগষ্ট উপজেলার বিপিনপুর গ্রামের হাজী আবদুস সালাম উদ্দীন মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম উল্লাহ’র বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, যা আদালতের নির্দেশে পুলিশের তদন্তাধীন রয়েছে। এছাড়া নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম হেতু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাঁকে শোকজ করে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে বলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply