শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে চারগুন রোগী বৃদ্ধি পেয়েছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশা নিধণে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে, গত একমাস ধরে উপজেলার ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আগষ্ট মাসের শুরু থেকে সোমবার পর্যন্ত ( ২৮ দিনে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত জুলাই মাসে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত মাসের চেয়ে এ মাসে চারগুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। এরমধ্যে অধিকাংশ রোগীই আমতলী পৌর শহরসহ প্রত্যান্ত গ্রামা লের। সচেতন নাগরিকের দাবী উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এডিস মশা নিধনে ব্যবস্থা না নেয়ায় চারগুন ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে। দ্রূত ব্যবস্থা না নিলে মহামারি আকার ধারন করতে পারে বলে ধারনা করছেন তারা। এদিকে উপজেলার প্রত্যান্ত গ্রামা লের ঘরে ঘরে জ্বর-সর্দি লেগেই আছে। এতে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত গুলিশাখালী গ্রামের মেহেদী বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ছি। গ্রামের প্রায় ঘরেই জ্বরের রোগী রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদুল আলম ইরাম বলেন, আগষ্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১৫ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। গত মাসের তুলনায় এ মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে, হাসপাতালে ডেঙ্গু জ্বরের প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ আছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply