শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মিথ্যা চাঁদাবাজি মামলা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ বলেন,উপজেলার কাজিরখাল এলাকায় বরগুনা-১ আসনের এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে প্রতিষ্ঠিত নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হক সোহাগ উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হকের ছোট ভাই। তিনি বিদ্যালয়ে জাতীয় শোক দিবসসহ কোন দিবসই পালন করেন না। সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ জাহিদুল হক সোহাগ এমন দাবি করেন সংবাদ সম্মেলন রাহাত মিনহাজ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সোহাগ উপজেলা যুবদলের ক্যাডার। শুধু তাই নয় ওই প্রধান শিক্ষক বর্তমান তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলামের আপন ছোট ভাই।ওই বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন না করাসহ বিভিন্ন দিবস পালনের বিষয়ে উপজেলা ছাত্রলীগ প্রধান শিক্ষক জাহিদুল হক সোহাগের কাছে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। আওয়ামিলীগ দলীয় এমপির নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বিএনপি দলীয় কার্যক্রম পরিচালনার বিষয় আমরা প্রতিবাদ করলে আমাদের নামে জাহিদুল ইসলাম সোহাগ মিথ্যা চাঁদাবাজির মামলা করেন বলে দাবি করেন রাহাত মিনহাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, সেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজুদ্দিন প্রিন্স ও যুবলীগ নেতা জে এইচ সুমন প্রমুখ।
প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমার ব্রডব্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার কারনে ছাত্রলীগ নেতা রাহাত মিনহাজ ও তার সহযোগী প্রিন্সের বিরুদ্ধে মামলা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে সকল জাতীয় দিবস গুলো পালন করা হয়। ওই প্রতিষ্ঠানের জমিদাতা উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী তিনিও বিষয়টা অবগত। আমি কোন সময় বিএনপির রাজনীতি করিনি। মুলত চাঁদাবাজি মামলাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টায় রাহাত আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর বলেন উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজকে হয়রানি করতে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহাগ মিথ্যা তথ্য দিয়ে চাঁদা বাজির মামলা করেছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
তালতলী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম খান বলেন, বিষটি জেনেছি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply