মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে বিসমিল্লাহ্ ড্রাগ হাউজের মালিক সাদিক মো. মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা শহরের বিসমিল্লাহ ফার্মেসীতে দীর্ঘদিন যাবৎ মেয়াদ ইত্তীর্ন, ভেজাল ও বিভিন্ন ধরনের স্যাম্পল ঔষধ বিক্রি করে আসছে। এসব ঔষধ কিনে প্রতারিত হয় ক্রেতা। এমন সংবাদের সত্যতা মিলে প্রশাসনের নিকট। বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অমিত দত্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন তালতলী শহরে। বিসমিল্লাহ ফার্মেসীতে অভিযান চালিয়ে ভেজাল, স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির সত্যতা পায়। এসময় ফার্মেসী মালিক সাদিক মোঃ মামুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক অমিত দত্ত। ফার্মেসী মালিক তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভেজাল ঔষধ সংরক্ষণ, বিভিন্ন ধরনের স্যাম্পল বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারণে বিসমিল্লাহ ড্রাগ হাউসের মালিক সাদিক মো. মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরও পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করেছে ফার্মেসী মালিক।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply