তালতলীর মৎস্য অবতরণ উপকেন্দ্রে নারী শ্রমিকদের কদর বেড়েছে | আপন নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম
তালতলীর মৎস্য অবতরণ উপকেন্দ্রে নারী শ্রমিকদের কদর বেড়েছে

তালতলীর মৎস্য অবতরণ উপকেন্দ্রে নারী শ্রমিকদের কদর বেড়েছে

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ উপ কেন্দ্রে নারী শ্রমিকদের কদর বেড়েছে। কিন্ত মজুরি বৈষম্যের অভিযোগ করছেন নারী শ্রমিকরা। ১২ থেকে ১৪ ঘন্টা মাছ বাছাইয়ের কাজ করে মজুরী পায় ৩’ শ থেকে ৪’ শ টাকা। যা বর্তমান বাজারে অতি নগন্য। নিরুপায় হয়ে জীবিকার তাগিদে তারা এ কাজ করছেন। বঙ্গোপসাগর ও পায়রা এবং বিষখালী নদীতে ইলিশ,রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়ি মাছসহ বিভিন্ন প্রজাতি মাছ ধরা পড়ছে জেলেদের জালে। ওই মাছ বাছাই করার জন্য প্রয়োজন হয় নারী শ্রমিকের।এতে নারী শ্রমিকদের কদর বেড়েছে। সারা বছরই নারী শ্রমিকদের আনাগোনা থাকে ওই মৎস্য অবতরন উপ কেন্দ্রের ঘাটে।

জানা গেছে , উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ উপ কেন্দ্র নির্মান করে সরকার। ফকিরহাট মৎস্যঘাটে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মৎস্য অবতরণ উপকেন্দ্র বঙ্গোপসাগর ও পায়রা এবং বিষখালী নদীতে মাছ আহরন করে জেলেরা বাজারজাত করনের জন্য নিয়ে আসে। জেলেদের একটি ড্রামের ভিতর রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়ি মাছসহ বিভিন্ন ধরনের মাছ থাকে। এসব মাছ বাজারজাত করার জন্য মাছগুলো আলাদা করতে হয়। প্রতি ড্রাম ২০০ টাকা চুক্তিতে নারী শ্রমিকদের দেওয়া হয়। দৈনিক ৫ থেকে ৬ জন নারী শ্রমিক ১২ থেকে ১৪ ঘণ্টায় ২০/২১ টি ড্রামের মাছ আলাদা করে বাজারজাত করার জন্য প্রস্তুত করতে পারেন। এ জন্য ৩ শ থেকে ৪ শ টাকা মজুরি পেয়ে থাকেন তাঁরা। বর্তমান বাজারের সকল পন্যের দাম বেশি হওয়াতে সমস্য হচ্ছে এই নারী শ্রমীকদের মজুরী নিয়ে। তারা মজুরি বৈষম্যের অভিযোগ করছেন।
নারী শ্রমিক আছিয়া বেগম বলেন,এত অভাবে আছি তবুও কারও কাছে হাত পাতি না। ভোর রাতে এ মৎস্যঘাটে কাজ করতে আসি। আমার পরিবারের রোজগারের একমাত্র উপায় এটাই। তাই আমি কাজ না করলে পেটে ভাত দেওয়ার লোক নেই।তবে মজুরী নিয়ে আপত্তি করেন তিনি। তার দাবি আড়ৎদাররা নারী শ্রমিকদের মজুরি বৈষম্য করছেন। বর্তমান বাজারের যে অবস্থা তাতে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করলে ৩/৪ শ টাকায় কিছু হয় না। মজুরী একটু বেশি হলে ভালো হয়।

আরেক নারী শ্রমিক চান ভানু বলেন, এ ঘাটে কাজ করতে এলে অনেক সময় মানুষ নানা রকম বাজে কথা বলে। কিন্তু অসুস্থ স্বামী ও পরিবারের কথা চিন্তা করে এখানে কাজ করতে আসি।তিনিও মজুরি বৃদ্ধির দাবি করেন।

ফকিরহাট মৎস্য অবতরন উপ কেন্দ্রের আড়তৎদার সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী বলেন, এই ঘাটে সব সময়ই নারী শ্রমিকদের কদর বেশি থাকে।সারা বছরই সাগর ও নদী থেকে বিভিন্ন জাতের মাছ শিকার করা হয়। এগুলো দেশের অনেক স্থানে সরবরাহ করা হয়। এই মাছ বাছাই করার জন্য নারী শ্রমিক দরকার হয়। তিনি নারী শ্রমিকদের মজুরী বৈষম্যের কথা স্বীকার করে বলেন বর্তমান বাজারের যে অবস্থা তাতে এই মজুরীতে হয় না তাদের। আমরা সকল ব্যবসায়ীরা মিলে খুব দ্রুত এবিষয়ে পদক্ষেপ নেব। যাতে করে নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা যায়।

মৎস্য অবতরন উপ কেন্দ্রের কর্মকর্তা মোঃ রুহেল আলম বলেন শ্রমিকদের মজুরি বৈষম্যের বিষয়ে আড়ৎদারদের সাথে বসে তাদের মজুরি বৃদ্ধির ব্যবস্হা করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন,মজুরীর বিষয়ে ওখানের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!