বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ “জীবনের জন্য সাঁতার” এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে পালিত হয়েছে উপজেলা ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ:কার্যক্রমের অধীনে সাঁতার প্রশিক্ষণপ্রাপ্ত ৬-১০ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়। তালতলী উপজেলায় ভাষা -২ প্রকল্পের অধীনে ১-৫ বছর বয়সী শিশুদের পানিতে ডোবা প্রতিরোধে পরিচালিত শিশু যত্ন কেন্দ্র ভিত্তিক কার্যক্রম ‘আঁচল’ এর অন্তর্ভুক্ত শিশুরা এতে অংশ নেয় ।
রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট ( RN LI), যুক্তরাজ্য ও প্রিন্সেস শার্লিন আফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় বরিশাল বিভাগে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ২০১৬ সাল থেকে ‘ভাষা -২ প্রকল্প বাস্তবায়ন করছে সি আই পি আর বি। ২০২১সাল থেকে দ্বিতীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয় । তালতলী উপজেলার ০৭ টি ইউনিয়ন “ভাষা” ২ প্রকল্পের অধীনে ১০০ টি ‘আঁচল” ও ১১ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। চলতি বছর তালতলী উপজেলার ১ হাজার৮ শ ৩৫ জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা গ্রামভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ২ টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০)সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশন ভূমি অমিত দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার।
বক্তব্য রাখেন সিআইআরবি সভাপতি সুনিলচন্দ্র হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা সিএসও কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply