শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপি’র উদ্যোগে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। সোমবার সকালে আমতলী-কুয়াকাটা সড়কের মানিকঝুড়ি নামক স্থানে সড়ক অবরোধ করা হয়।
জানাগেছে, সপ্তম দফায় অবরোধ কর্মসুচীর ডাক দেয় বিএনপি। এ কর্মসুচী বাস্তবায়ন করতে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে সোমবার সকালে আমতলী-কুয়াকাটা সড়কের মানিকঝুড়ি নামক স্থানে সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবহবায়ক এসএম আরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েব ইসলাম হেলাল, পৌর ছাত্রদলের আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল আহবায়ক রাজিব মৃধা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায় রাজ আহসান মুছাসহ অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী অংশ নেয়। আধা ঘন্টাব্যাপী এ সড়ক অবরোধ করে রাখা হয়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply