শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের উত্তর মনসাতলী গ্রামে বসতভিটায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে মৃত সেকান্দার শিকদারের ছেলে মোঃ নূর জামাল শিকদার (৫০)-এর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে নূর জামাল ও তার স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম (৪৫) গুরুতর জখম ও আহত হয়। বর্তমানে নূর জামাল কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত মোঃ হাসান প্যাদার ছেলে আবুল কালাম প্যাদার (৪০) নেতৃত্বে তার ছেলে হাবিব (২০), সেজো বোন হেলেনা বেগম (৩৫), ছোট বোন তাসলিমা বেগম (৩০), ধর্ম বোন রিপা বেগম (৩০), স্ত্রী শাহিনুর বেগম (৩৫), মা হাজেরা বেগম (৬০), ভগ্নিপতি কাওসার (৩৫), ভাগ্নে সুমন (১৮), ইসমাইল (৩০), ইমাম (১৮), ভাগ্নী জামাই জাহাঙ্গীর (২৫) সহ ১৬/১৭ জনের একটি সশস্ত্র দল দা, বটি, শাবল, কোদাল, কুড়াল, রটসহ দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ওই বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির মালিক নূর জামাল বাঁধা দিতে গেলে হামলাকারীরা তার মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন তার স্ত্রী ফাতেমা বেগম এগিয়ে এলে তার হাত-পা বেঁধে রেখে হামলাকারীরা ঘর ভাঙচুর করে এবং কোদাল দিয়ে ঘরের ভিটি কর্ষণ করে। পরে ঘরের চাল ও বেড়া রাস্তার উপর ফেলে রেখে যায় এবং ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। তখন স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও খুন করার হুমকি দেয় হামলাকারীরা।
পরে স্থানীয়রা মহিপুর থানায় ফোন দিলে পুলিশ এসে গুরুতর আহত নূর জামালকে কলাপাড়া হাসপাতালে পাঠায় এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া হেলেনা বেগম নামে এক হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এঘটনায় একজনকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply