অস্ত্রসহ ৬ দুর্ধর্ষ ডাকাত দলের ৬ সদস্য আটক, মালামাল উদ্ধার | আপন নিউজ

বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন
অস্ত্রসহ ৬ দুর্ধর্ষ ডাকাত দলের ৬ সদস্য আটক, মালামাল উদ্ধার

অস্ত্রসহ ৬ দুর্ধর্ষ ডাকাত দলের ৬ সদস্য আটক, মালামাল উদ্ধার

মীর জেসান হোসেন তৃপ্তী: ঢাকা জেলার সাভার উপজেলার  শিল্পাঞ্চল  আাশুলিয়ায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি অবৈধ পিস্তলসহ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। ঘটনার বিবারনে জানাযায়,গত ২৪/০৬/২৩ ইং তারিখ এর মধ্যে আশুলিয়া থানা এলাকার বিভিন্ন বাসা-বাড়ীতে কয়েকটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। যাহার প্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৭৩, তারিখ-২৪/০৬/২০২৩ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড, আশুলিয়া থানার মামলা নং-৫৩, তারিখ-২৫/১০/২০২৩ ইং, ধারা-১৭০/৩৯৫/৩৯৭ পেনাল কোড, আশুলিয়া থানার মামলা নং-৩১, তারিখ-১৬/০১/২০২৪  ইং, ধারা-৩৯৬ পেনাল কোড রুজু হয়। এরপর ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মোবশ্শিরা হাবীব খান-পিপিএম সেবা মহোদয় এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা এর একটি চৌকষ টিম উক্ত মামলাগুলোর রহস্য উদঘাটনে কাজ শুরু করে।

 

এরই ধারাবাহিকতায় ইং ২৪/০২/২৪  তারিখ ডিএমপি ঢাকা সহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলাগুলোর ঘটনার সাথে জড়িত দুর্ধ্বষ ০৬ ডাকাত গ্রেফতার করেছেন ১.  মোঃ সুমন গাজী @ সজল @ পটকা সুমন (৩৬), পিতা-মৃত আনছার আলী গাজী, মাতা-রাশিদা বেগম, সাং-সোনাখালী গাজীবাড়ী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি-আলতাফ হোসেন লেন, কালাম সাহেব এর বাড়ী, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা, ২. মোঃ আব্দুর রহমান বাপ্পি @ কলম বাপ্পি (৩২), পিতা-মৃত আকবর আলী শেখ, মাতা-পারভীন, সাং-পালবাড়ী আলাইপুর, পালবাড়ী ব্রিজের নীচে, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা, ৩. মোঃ রাজু @ মুরাদ (৩৮), পিতা-মোঃ ইউনুছ আলী, মাতা-শেফালী বেগম, সাং-খানপুর বালিয়াডাঙ্গা, থানা-মনিরামপুর, জেলা-যশোর, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা ৪. মোঃ মনিরুল ইসলাম খান @ মনির (৩৫), পিতা-মৃত মোশারফ খান, মাতা-মরিয়ম বেগম, সাং-আলতাফ হোসেন লেন ডাক্তার বাড়ী গলি, ওয়ার্ড নং-৩০, খুলনা শিপইয়ার্ড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা। এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা, ৫. মোঃ আইনুল হক (৩২), পিতা-মৃত আলমগীর শেখ, মাতা-পারভীন বেগম, সাং-রামভদ্রপুর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা,  এ/পি-সাং-মোক্তার হোসেন রোড, থানা-লবনচরা, খুলনা, এ/পি-জিরো পয়েন্ট মুসলিম নগর, ডেমরা,ঢাকা ৬. মোঃ ইয়াসিন আলী (২৯), পিতা-মোঃ ইউনুছ আলী, মাতা-নুরুন্নার বেগম, সাং-উত্তর চেশ্রীরামপুর, থানা-কাঠালিয়া, জেলা-ঝলোকাঠি, এ/পি-গোয়ালবাড়ী রোড, থানা-কাফরুল, ঢাকা  গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে  (ক)একটি পিস্তল ও ০৪ রাউন্ড গুলি, লুন্ঠন করে নেওয়া (খ) প্রায় ০৩ ভরি ওজনের স্বর্নালংকার , (গ) নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত (১) একটি প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৩৬ এবং গাড়ির ভিতর রক্ষিত অবস্থা হইতে (২) একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার, (৩) একটি সেলাই রেঞ্চ, (৪) ১১ টি প্লাষ্টিকের তৈরি লক, (৫) একটি লোহার তৈরি বাঁকানো ক্লাম যাহার অগ্রভাগ ধারালো, (৬) ১৬ টি কাগজের তৈরি নম্বর প্লেট এবং একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীরা উক্ত মামলার ঘটনার সমূহের সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। উক্ত আসামীদের নিকট হতে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত সকল আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।মামলাগুলোর তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!