বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার কলাপাড়া উপজেলা আ’লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাতে জেলা আওয়ামী লীগ সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণার কথা আমরা জানি না। অনেকে ফেসবুকে পোষ্টের মাধ্যমে বলেন, নানা বাধা-বিপত্তি, জল্পনা-কল্পনা শেষে মাহবুবুর রহমান আ’লীগ হাইকমান্ডের নির্দেশে সভাপতির পদ পেয়েছেন।
গত ২৭ নভেম্বর পৌরশহরের শহীদ মিনার চত্বরে মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এসময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক কাজী আলমগীর সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহরের শেখ কামাল কমপ্লেক্স অডিটরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে অধ্যক্ষ মো: মুহিববুর রহমান এমপিকে সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ অনুমোদন না দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply