তালতলীতে দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে সাইবার মামলা | আপন নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না; বজ্রপাতে মাঠেই নারী নি’হ’ত কুয়াকাটায় পুলিশ পরিচয়ে পর্যটককে মা’রধ’র করে টাকা হাতিয়ে নিলেন শ্রমিকদল নেতা নাওভাঙ্গা মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল খালেক ফারুকী কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হলেন বাদল মাতুব্বর আমতলীতে ধারের টাকা না দিলে আ-ত্ম’হ-ত্যা’র হু-ম’কি; টাকার দাবীতে বাড়ীতে অনশণ আমতলী ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার দাবী; নইলে ক’ঠো’র আন্দোলনের হু-ম’কি কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ কলাপাড়ায় পানিতে ডুবে শি-শু’র মৃ-ত্যু পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাব শেডে অগ্নিকাণ্ড, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
তালতলীতে দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে সাইবার মামলা

তালতলীতে দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে সাইবার মামলা

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর আপত্তিকর ভিডিও ভাইরালের সংবাদ  প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাঈমসহ ১২ ব্যাক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করা হয়েছে।  আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠ। দ্রæত এ মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।

 

জানাগেছে, তালতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু এক তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনা বিভিন্ন জাতীয় প্রত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গত ১৬ এপ্রিল তালতলী ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে বরগুনা জেলা কমিটি।

 

এতে ক্ষুব্দ হন ছাত্রলীগ নেতা মিঠু। পরে তিনি গত ১৮ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তালতলী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাঈমসহ ১২ জন ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানার ওসিকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ওই মামলার অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও ওই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে।

 

তালতলী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বলেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ওই মামলার স্বাক্ষীরা এক তরুনীর আপত্তিকর ভিভিও সামাজিক  যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে এ ভাইরাল হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ  না করতে মিঠু আমাকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি তাদের কথা না শুনে  সংবাদ প্রকাশ করি, সেই আক্রোশে আমাদের নামে সাইবার আইনে মামলা করেছে।

মামলার বাদী ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু বলেন, আমার মান সম্মান ক্ষুন্ন করে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়ায় মামলা করেছি।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খাঁন বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু বলতে পারনো না। মামলার নথিপত্র পেলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!