রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এরশাদ উল উলুম মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র মোঃ আব্দুল্লাহ (১৫) মারা গেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া গ্রামে সোমবার রাতে।
জানাগেছে, উপজেলার কুকুয়া গ্রামের জসিম উদ্দিন হাওলাদারের মাদ্রাসায় হেফজো বিভাগে পড়–য়া ছেলে মোঃ আব্দুল্লাহ মাছ শিকারে পার্শ্ববর্তী মাঠে যায়। ওই সময়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে মৃত্যুাবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।
মৃত্যু আব্দুল্লাহর বাবা জসিম উদ্দিন হাওলাদার বলেন, বজ্রপাতে আমার ছেলে মারা গেছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বজ্রপাতে একজন হাফেজ ছাত্র মারা গেছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হাফেজ ছাত্রের পরিবার আবেদন করলে তাকে আর্থিকভাবে সহায়তা দেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply