পায়রা বন্দর নির্মাণে ক্ষতিপুরনের টাকা উত্তোলনে দালালদের দৌরাত্ম্য | আপন নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা,মুখ বেঁ-ধে হ-ত্যা করে ঘরের মালামাল লু-ট তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চু-রি’র সাথে বিএনপির কোন সম্পর্ক নেই পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছেন টিয়াখালী ইউনিয়ন; ইউএনও’র অভিনন্দন পটুয়াখালীতে পু‌লিশ সদস্যসহ দুই নারীর ঝু-ল ন্ত ম-রদেহ উদ্ধার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্তদের সড়কে অবস্থান ও মা-ন ব ব ন্ধ ন গলাচিপায় ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল চু-রি; আ ট ক-১ তালতলীতে মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড ম্যানেজ করে মাছের ভুলা চিড়িংসহ মাছের পোনা নিধন ৩৮ দিনেও উ দ্বা র হয়নি কলেজ ছাত্রী; কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার সহ ৪ জনের নামে মা ম লা কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা কলাপাড়ায় ঘূর্ণিঝড় আগাম প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া
পায়রা বন্দর নির্মাণে ক্ষতিপুরনের টাকা উত্তোলনে দালালদের দৌরাত্ম্য

পায়রা বন্দর নির্মাণে ক্ষতিপুরনের টাকা উত্তোলনে দালালদের দৌরাত্ম্য

রিপোর্ট: মো: এনামুল হকঃ

কলাপাড়ার পায়রা বন্দর নির্মাণে ক্ষতিপুরনের বরাদ্দকৃত টাকা উত্তোলেেন দালালদের খপ্পড়ে জমির মালিকেরা নিঃস্ব। বাংলাদেশ সরকার দক্ষিনা লের মানুষের দুঃখ দুর্দশা কথা ভেবে মহা উন্নয়ন প্রকল্প পায়রা সমুদ্র বন্দর নির্মানের কাজ হাতে নিয়ে এল,এ,কেস নং ১৪ /১৪-১৫ মুলে ৭ হাজার জমি অধিগ্রহণ করেন। ওই অধিগ্রহনের ক্ষতিপুরনের বরাদ্দকৃত টাকা উত্তোলনে অনেক অশিক্ষিত অসহায় লোকজনের অসহায়ত্বকে পুঁজি করে অনেক ভু-দুস্য দালাল এল,এ অফিসের সার্ভেয়ারদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ সেজেছে। অনেকে টাকা হাতিয়ে নিয়ে দালান কোঠা তৈরি করছে। দালাল চক্র সার্ভেয়ারদের নাম ভাঙ্গিয়ে বরাদ্দকৃত টাকা বৃদ্ধি করে দেয়ার নাম করে দালালচক্র অসহায় লোকদের নিকট থেকে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর ও চেকে পাতায় সই নিয়ে ভয়েভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। দালালদের চাহিদা অনুযায়ী টাকা না দেয়া হলে এল,এ অফিসে বিভিন্ন মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
ক্ষতিগ্রস্ত জাকির হোসেন হাওলাদার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে তার বাবা হোসেন আলী হাওলাদারের নামে ১৯/২১ নং খতিয়ানের১.১৩ একর ভুমি রয়েছে। ঐ ভুমি মধ্যে ০.৩৩ একর ভুমিতে জাকির হোসেন বাড়ীঘর বাগান নির্মাণ পুর্বক পরিবার বর্গ নিয়ে বসবাসরত থাকে। পরবর্তিতে জমি সরকার অধিগ্রহণ করেন। অধিগ্রহনের ক্ষতিপুরনের ১৩ লাখ ৩১ হাজার ৯ শত ৩২ টাকা বরাদ্দকৃত টাকা উত্তোলনের জন্য দালালচক্রের সদস্য মৃত মমিন তালুকদারের পুত্র সাবেক মেম্বার মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার জাকির হোসেন হাওলাদারকে বাড়ীর ক্ষতিপুরনের বরাদ্দকৃত টাকা বাড়িয়ে দেয়ার নাম করে তিনটি সাদা অলেখা ষ্ট্যাম্প ও জাকিরের নামে কলাপাড়া সোনালী ব্যাংকের হিসাব নম্বর ৪৩১১৭০১০২৮৯০৫ পাতা নং ৫৭৪৫১৪১ নম্বরে স্বাক্ষর নিয়ে গত ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ৪ লাখ ৫০ হাজার টাকার অংক মোয়াজ্জেম হোসেন তালুকদার নিজ হাতে লিখে ব্যাংক থেকে তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। পরে জাকির হোসেন হাওলাদার তার জমাকৃত টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে জানতে পারেন তার হিসাব থেকে মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার টাকা উত্তোলন করেছে। ঐ টাকা ফেরৎ পাবার জন্য মোয়াজ্জেম হোসেন তালুকদার কে বারবার অনুরোধ করা সত্বেও টাকা ফেরৎ দেয়নি। জাকির স্থানীয় অনেকের কাছে ধর্না দিয়ে কোন সুরহ না পেয়ে গত ২ মার্চ কলাপাড়া থানায় একটি অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন তালুকদার কে সোমবার ডেকে আনেন। এ খবর পেয়ে মোয়াজ্জেম হোসেনের ঘনিষ্ঠ আত্মীয় লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস উভয়পক্ষের মধ্যে সমযোতার কথা বলে তার জিম্মায় নিয়ে যায। বাড়ী যাবার পথে বালিয়াতলী খেয়াঘাট পৌঁছেলে মোয়াজ্জেম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হত্যার উদ্দের্শ্যে আক্রমণ করে। এ সময়ে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাকির হোসেন হাওলাদার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!