রবিবার, ২৮ মে ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন বুধবার চারটি ইটভাটায় অভিযার চালিয়ে সঠিক কাগজপত্র না থাকায় দুইটিতে ৪০ হাজার টাকা অর্থদন্ড ও দুইটি ইটভাটায় পানি দিয়ে নষ্ট করে দিয়েছেন।
জানাগেছে আমতলী উপজেলার ২১ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২ টি ঝিকঝ্যাক ও ৯ টি ড্রাম চিমনি।এ ইটভাটাগুলোর অধিকাংশ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, কৃষি অধিদরের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে এ ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। বুবধার দুপুরে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন চারটি ইটভাটায় অভিযান চালায়। ইটভাটাগুলো হলো বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধার সেকান্দারখালী গ্রামে জিমি ব্রিকস ও ফারুক হোসেনের উত্তর টিয়াখালী গ্রামে এমএইচবি ব্রিকসে সঠিক কাগজপত্র না থাকায় ইটভাটা প্রস্তুত আইনের ১৬ ধারায় ইটভাটা দুটিতে দমকল বাহিনীর পানি দিয়ে সমুদয় ইট নষ্ট করে ফেলেছে এবং নাজমুল আহসান নান্নুর দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে এসবিএল ব্রিকসে ৩০ হাজার টাকা ও বশির উদ্দিনের ঘুরিয়ার খেয়াঘাট এলাকায় তৌহিদ ব্রিকসে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন বলেন, সঠিক কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত আইনের ১৬ ধারায় দুইটি ইটভাটায় পানি দিয়ে সমুদয় ইট নষ্ট করে দিয়েছি এবং দুইটি ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply