মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন হাওলাদার এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মিলানায়তনে পরিচিতি সভা ও দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে প্রথম কার্যদিবস শুরু করে।
এসময় প্রভাষক মাসুম বিল্লাহ রুমী এর সঞ্চালনায় খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সহকারি অধ্যাপক মো: আবু সালেহ মান্নান, সহকারি অধ্যাপক মো: আলিম-উ-জ্জামান, উপাধ্যক্ষ মুহা: ওয়ালি উল্লাল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফরিদ উদ্দীন আহম্মেদ,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মুহাম্মদ আব্দুল কাইউম,প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মো.মাহবুব খান, প্রভাষক দোয়া মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও: মো: জয়নুল আবেদীন।
উল্লেখ্য এর আগে তিনি বরগুনা জেলার আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply