শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ কোন মা বাবার সন্তান না হলে তাদের মনে কত যে হাহাকার থাকে তা কেবল সন্তানহীন পিতা মাতাই বুঝতে পারে।সন্তানহীন পিতা মাতার শুনতে হয় নানা রকম কষ্টের কথা, এবং সহ্য করতে হয় নানারকম অপমান ও অপবাদ।মহান আল্লাহ রাব্বুল আলামীনের অসীম নিয়ামত হলো একটি সন্তানের বাবা মা হওয়া।কিন্তু এই বাবা -মা যদি সদ্য জন্ম হওয়া নবজাতককে কোথাও ফেলে রেখে চলে যান এ কেমন নিষ্ঠুরতা? এমনই নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছে এক মা-বাবা। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের গেটের সিঁড়ির নিচে এক নবজাতককে ফেলে রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী জানা যায় যে দুপুর ১ টায় নবজাতকটি কে বা কারা রেখে গেছে তা কেউ নিশ্চিত নয়। চিকিৎসা নিতে আসা রোগীরা নবজাতকটিকে দেখতে পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানালে তারা নবজাতককে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। হাসপাতালে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন অনেক নিঃসন্তান দম্পতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ফাহিম আরিফ জানান কে বা কারা নবজাতকটিকে রেখে গেছে আমরা তা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করব এবং এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের বানারীপাড়া থানা পুলিশের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে তিনি বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শিশুটিকে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে আগৈলঝাড়া ছোট মনি শিশু নিবাসে প্রেরণ করা বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার জনাব পার্থ সারথি দেউড়ি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply