শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি ইসলামিয়া কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র, শিক্ষক, ও কর্মচারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ৯ সেপ্টেম্বর কলেজের বহিরাগত ইমনের নেতৃত্বে কিছু দূর্বৃত্তরা কলেজ ছাত্র আমিনুল ইসলাম ও ইয়াসীন কে কলেজের বাহিরে ডেকে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্রীকে উত্তপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ও ইয়াসিনের উপর হামলা চালায়। পরে ঘটনাটি ওই কলেজের অধ্যক্ষকে জানালে তিনি কলেজের প্রভাষক রুনা খানম, প্রভাষক আঃ সালাম ও প্রভাষক মোঃ বাকি ও চতুর্থ শ্রেনীর কর্মচারী কামাল মিয়াকে ঘটনাস্থলে পাঠান। তাঁরা এই তুচ্ছ ঘটনায় হামলার প্রতিবাদ করলে বহিরাগতরা আরও ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। স্থানীয় জনসাধারণ ওই শিক্ষকগণ এবং কর্মচারীকে বহিরাগতদের হাত থেকে থেকে রক্ষা করেন।উক্ত হামলার প্রতিবাদে আহত আমিনুলের আত্মীয় অনিক বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার পথে ইমনের নেতৃত্বাধীন আরেক পাষন্ড লিমন নামের দূর্বৃত্ত বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী নামক স্থানে তাঁকে ছুরিকাঘাত করে। তখন শিয়ালকাঠির স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল গোপাল বসাকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব জনাব রিয়াজ আহমেদ মৃধা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হানিফ হাওলাদার, যুগ্ন আহ্বায়ক সবুর খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, সৈয়দকাঠী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল হালদার প্রমূখ। উক্ত প্রতিবাদ সভায় জানাব রিয়াজ আহমেদ মৃধা শিক্ষক ও শিক্ষার্থী ও জনগনের উদ্দেশ্য বলেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সন্ত্রাসীদের আস্থানা হবেনা।তিনি কলেজে বহিরাগতদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি এলাকার সাধারন জনগনের উদ্দেশ্য বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান হলো আমাদের সম্পদ ও রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং এলকার সবাই এক থেকে সন্ত্রাসীদের প্রতিহত করে আইনের আওতায় আনার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। এক গ্রামের কোনো মানুষ বহিরাগত সেজে অন্য গ্রামে যদি হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ও বলে তিনি জানান।
এ সময় বানারীপাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদশন করে ও সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply