শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাব্বির হোসেনের নেতৃত্বে একটি টিম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে।ওই সময় তারা উপজেলার সাধারণ মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা নিয়ে আলাপ আলোচনা করে।
সেখানে তারা জানায় প্রায়ই ইমার্জেন্সি ডাক্তার থাকে না তাই এখন থেকে সব সময় জরুরী বিভাগে ডাক্তার রেখে সেবা নিশ্চিত করতে হবে, এম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া ও চালকের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে,নার্স বা স্টাফরা রোগীকে ক্লিনিকে রেফার করার পরামর্শ দিতে পারবে না,স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে,সিসিটিভির মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে,সার্বক্ষনিক বৈদ্যুতিক ব্যবস্থা রাখতে হবে যাতে রোগীর চিকিৎসার সমস্যা না হয়। পরিক্ষা-নিরিক্ষার ল্যাবে সরকারি সাশ্রয়ী ফিতে রোগীদের চিকিৎসা সুবিধা দিতে হবে,রোগীদের সিরিয়াল ৩ টাকার বেশি বৃদ্ধি করা যাবে না প্রয়োজনে ফ্রিতে টিকিট দিতে হবে, হাসপাতালে সুস্বাদু ও পুষ্টিকর খাবার পরিবেশন করতে হবে এবং রোগীকে তার প্রয়োজনের কম খাবার দেয়া যাবে না,প্রয়োজনে দুইটি সদর গেট খোলা রাখতে হবে, সরকারি ঔষধ পত্রের পর্যাপ্ত সুষম বন্টন করতে হবে, সংক্রামক রোগীদের ওয়ার্ডে স্যালাইন ও জরুরি ঔষধপত্র প্রয়োজনমত সরবরাহ করতে হবে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে পৌঁছানোর একমাত্র অবলম্বন খালটি খনন ও সংস্কার করার ব্যবস্থা নিতে হবে, সরকারি বিধি মোতাবেক শূন্য পদে ডাক্তার ও কর্মকর্তা আনয়ন করতে হবে,শিশু চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পূর্বের অভিযোগ গুলো খতিয়ে দেখা ও প্রতিনিয়ত ওই স্বাস্থ্য কেন্দ্র গুলোর চিকিৎসা সেবা কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করাসহ তারা অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার জন্য অনুরোধ জানান।
এছাড়াও সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থিত ছিল,মোঃ সাব্বির হোসেন, মুশফিকুর রহমান মাহিব,মোঃ আতিকুল ইসলাম, শাওন হাওলাদার, নিরব আহাম্মেদ প্রমূখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply