বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বরিশালের বানারীপাড়ায় থানা ইনচার্জ মোস্তফা সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা তার কার্যালয়ে বানারীপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বানারীপাড়া উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ওসি তদন্ত মমিন উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম ,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ ইলিয়াস শেখ, মোহাম্মদ জাহিন খালাসী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঘল সুমন সাফকাত শুভ, সাবেক সহ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাবেক কোষাধ্যক্ষ নুরুজ্জামান পলাশ, সাংবাদিক রফিকুল ইসলাম, তাওহিদুল ইসলাম, সাব্বির আহমেদ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ সাঈদ প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ মোস্তফা বানারীপাড়াকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত,,ইভটিজিং মুক্ত রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply