শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধিঃ যথাযথ পন্থা না মেনে গঠন করা সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের কমিটি ও রিপোর্টার্স ইউনিটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় গত ১০ নভেম্বর সাংবাদিকদের মতামত উপেক্ষা করে অগণতান্ত্রিক পন্থায় বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যে পন্থায় ওই কমিটি ঘোষণা করা হয় তা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক, এবং সাংবাদিকদের মতামত বিহীন। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সাংবাদিকতায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে উদ্যোগী মহল যথাযথ সঠিক ও গণতান্ত্রিক পন্থায় প্রেসক্লাব গঠনের জন্য বিতর্কিত এবং অগনতান্ত্রিক ভাবে গঠিত একাংশের কমিটি বিলুপ্ত করে। পাশাপাশি ওইদিনই সাংবাদিকদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা না করে স্বঘোষিত বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির একাংশের কমিটি ঘোষণা করা হয়। যা ঐ একই ভাবে প্রশ্নবিদ্ধ করে এবং সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। তাই বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের ঘোষিত কমিটি বিলুপ্তির সাথে সাথে বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির একাংশের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। বিলুপ্তি পত্রে উল্লেখ থাকে যে ১৪ নভেম্বর থেকে বিলুপ্ত কমিটির কোন পদ পদবী কেউ ব্যবহার করতে পারবে না।
কমিটি বিলুপ্তের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে ধন্যবাদ দিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দেয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply