রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস -২০২৪ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান মুক্তিযুদ্ধ দিবস বিগত বছরের তুলনায় কিছুটা ভিন্নভাবে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজিত সভায় বক্তব্য রাখেন বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান চোকদার,মোঃ শাহজাহান খান,জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাহমুদ মাস্টার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন,বানারীপাড়া জাময়াতে ইসলামের পৌর আমির মাওলানা মোজাম্মেল হোসেন মোকাম্মেল, সাংবাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নের যুবদল আহবায়ক ও অসংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ জালিস মাহমুদ।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জি
নিয়ার মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথি দেউরি, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মহাসিন উল হাসান, সাংবাদিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, সাব্বির হোসেন প্রমূখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply