বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
বরিশাল অফিসঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে জরুরি সিন্ডিকেট সভায় এ ঘোষণা দেয়া হয়। বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এজন্য আগামীকাল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় ও হল। এ সময় কেউ হলে অবস্থান করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply