শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ “মাদক কে না বলি, খেলাধুলা কে হ্যাঁ বলি” এই স্লোগানে কলাপাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার রাত সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া (দিত্তা) পুরাতন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠ অনুষ্ঠিত খেলায় মাহিয়ান এক্সপ্রেস একাদশ ৩৫ রানে রাকিব চৌরাস্তা একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
খেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবু জাফর হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকামইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন এর কলাপাড়া প্রতিনিধি মো শরিফুল হক শাহীন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন বাবুল, চাকামইয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হাওলাদার, চাকামইয়া ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মোঃ রাজিব তালুকদার, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হাওলাদার, ফেরিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহিন মোস্তফা কামাল, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিন হাওলাদার, মহিলা নেত্রী ফারহানা ইয়াসমিন জিনাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ হন ইমরান হোসেন, ম্যান অব দি সিরিজ তারেক, বেস্ট ফিল্ডিং নাজমুলসহ বিজয়ী ও বিজিতদের হাতে পুরুস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply