রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুয়াকাটা পৌর মেয়র ও আ.লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার ছোট ভাই মোঃ মোশাররফ মোল্লা (৫০) কে ভ্রাম্যমাণ আদালত আড়াই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে কলাপাড়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস এর ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার মহিপুর থনাধীন খাপড়াভাঙ্গা নদী পাড় মাটি কেটে ভাঙ্গন প্রবন করা এবং নদী পাড়ের ওয়াপদার ঢালে ১ একর জায়গার ২৫-৩০ ফুট গভীর করে মাটি কেটে ওয়াপদা ঝুঁকিপূর্ণ করার দায়ে মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোঃ মোশাররফ মোল্লা কে ভ্রাম্যমাণ আদালত আড়াই লক্ষ টাকা এ অর্থদণ্ড প্রদান করেন।
কলাপাড়া সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস আপন নিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত মোশাররফ মোল্লা আড়াই লক্ষ টাকা নগদ প্রদান করায় তাকে মুক্তি দেয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply