শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে রাকিব (২৪) নামে এক চোর। বৃহস্পতিবার দুপুরে মিজান মুন্সীর দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা ব্রিজ এলাকায় তাকে আটক করে।
আটক রাকিব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম নূর সাঈদ গাজী।
ঘটনার পর স্থানীয়রা রাকিবকে কলাপাড়া থানায় হস্তান্তর করে। এ বিষয়ে কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাসেল জানান, “স্থানীয়রা চোরকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে থানায় নিয়ে যাচ্ছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply