শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ আগষ্ট) রাতে কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই ফয়সাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম ইমরান জোমাদ্দার (২৭)। তিনি বরগুনা জেলার আমতলী থানার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের মো. জলিল জোমাদ্দারের ছেলে।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নমরহাট বাজার থেকে ইমরান জোমাদ্দারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply