রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় দুর্ঘটনায় আহত হওয়া ব্যবসায়ী মারা গেছে; রাতে দাফন সম্পন্ন হয়েছে।
জানাগেছে, রাস্তায় ফেলে রাখা ওয়াইফাই সংযোগ টানার তারের সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে চলন্ত মোটরসাইকেল নিয়ে উল্টে গুরুতর জখম ব্যবসায়ী আফাজ উদ্দিন নান্টু খলিফা (৬৫) মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কলাপাড়া পৌরশহরের সদর রোডের ওই ব্যবসায়ী গত ৯ মার্চ রাতে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সবুজবাগের শের-ই-বাংলা সড়কে ওয়াইফাই এর বাণিজ্যিক লাইনের তার রাস্তায় ফেলে রাখায় চলন্ত মোটরসাইকেলে জড়িয়ে উল্টে নির্মম দুর্ঘটনাটি ঘটে।
এরপর তাকে ঢাকায় চিকিৎসাধীন থাকেন।
আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় মারা যান।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া পৌর শহরের এতিমখানা জামে মসজিদে মরহুমের জানাজা শেষে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ব্যবসায়ী সহ তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply